প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৬ পিএম (ভিজিট : ৮২)
হবিগঞ্জের বাহুবলে অণ্ডকোষে আঘাত করে আব্দুস ছাত্তার (৫০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় এক নারীসহ দুইজনকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুস সাত্তার ও তার ভাই মো. আলতা মিয়া তাদের বাড়ি থেকে দূরে ধানের জমিতে সকালে সেলু মেশিন দিয়ে পানি সেচের কাজ করছিলেন। এসময় একই গ্রামের মোছা. রোকেয়া বেগম (৪২) ছাগলকে ঘাস খাওয়াতে পানির পাইপের কাছে দেন। এতে সাত্তার মিয়া ও আলতা মিয়া ছাগলে পানির পাইপ নষ্ট করে ফেলবে বললে রোকেয়া বেগমের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে পাশের জমিতে কাজ করতে থাকা রোকেয়া বেগমের স্বামী মোহাম্মদ ইয়াদ উল্লা ও তার ভাই মো. নুরু উল্লাহ এগিয়ে এসে আব্দুস সাত্তার ও আলতা মিয়ার সাথে হাতাহাতি ও ধাক্কাধাক্কির শুরু করেন। এসময় আব্দুস সাত্তার মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আব্দুস সাত্তারকে উদ্ধার হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, সাত্তারের অণ্ডকোষে চাপ দিয়ে মারা হয়েছে।
এদিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত অণ্ডকোষে চাপ পড়েছে। অণ্ডকোষ দিয়ে বীর্য বের হতে দেখা গেছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।