প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩২ পিএম (ভিজিট : ১৩৬)
চাঁদপুরের মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে সালমান (৩) এর শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। সে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের শাহরিয়ার প্রধানের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শিশু সালমান সকলের চোখ ফাঁকি দিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। শিশুটিকে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে বাড়ির সামনে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখতে পায় তারা।
পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু সালমান তিন ভাই দুই বোনের মধ্যে দ্বিতীয়।