ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

ইন্ট্রা-ডিপার্টমেন্ট ফিল্ম ফেস্টিভালে বিজয়ী অর্ণব
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৫ পিএম  (ভিজিট : ১০০)
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্টের যোগাযোগ ও গণমাধ্যম বিভাগ আয়োজিত সিনেমা প্রতিযোগিতা ইন্ট্রা-ডিপার্টমেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বিভাগটির মিলনায়তনে এই চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়।  

এদিন প্রতিযোগীদের জমা দেওয়া আটটি সিনেমা প্রদর্শনী উপভোগ করেন অর্ধশতাধিক দর্শক। বিচারক প্যানেলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সদস্য খাজা জিয়া, বিভাগের সাবেক শিক্ষার্থী ও রাইট আর্কিটেকচার অ্যান্ড কন্সট্রাকশনের কর্ণধার, প্রামাণ্যচিত্র নির্মাতা রাকিব চৌধুরী। বিচারকদের রায়ে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় ন্যাচার অ্যান্ড মিউজিক। বিভাগের শিক্ষার্থী সাদিম মাহমুদ অর্ণব এই সিনেমাটি নির্মাণ করেন। 

এ ছাড়া অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড পান, বিভাগের শিক্ষার্থী মুবিনুল ইসলাম। তার সিনেমার নাম এক্সপ্রেস ডেলিভারি। এ ছাড়া প্রশংসিত হয় মাহিয়া মমিনের দূরত্ব, জারিন জারার মনের বাঘ, লামিয়া খান কথার অথবা মৃত্যু, আব্দুল্লাহ আল মুতির এক কাপ চা, সুজন দেওয়ানের দ্য লাস্ট নোট, লোকমান হাকিমের ওসিডি। অনুষ্ঠানটির সহায়তায় ছিল ইউডা সিএমএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন। পৃষ্ঠপোষক ছিল দ্য ঢাকা এডুকেশন, রাইট আর্কিটেকচার অ্যান্ড কন্সট্রাকশনের ও ফুডিজ ঢাকা। 

বিভাগের শিক্ষক বিজন কুমার গুহের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কল্যান কুমার মল্লিক, রেজিস্ট্রার ড. ইফফাত কায়েস চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সচিব মুনির আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার ফয়জুন নাহার, আতিকুর রহমান, ফারহানা রহমান, এক্সাম কন্ট্রোলার বিভাগের রমনী রঞ্জন শিকদার, বিভাগের চেয়ারম্যান এম মাহবুব আলম, সমন্বয়ক ড. মফিদুল আলম খান, সিনিয়র লেকচারার ইসমাইল হোসেন, মাহাদী হাসান, ফার্মাসি বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্যরা।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close