প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৯ পিএম (ভিজিট : ৭২)
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ডেপুটি রেজিস্ট্রার গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাকে বরখাস্ত করা হয়। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে সই করেন রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।
প্রজ্ঞাপনে বলা হয়, চাকুরির শৃঙ্খলাপরিপন্থি আচরণ অর্থাৎ শেকৃবি’র জন্য প্রযোজ্য চাকুরি বিধি-সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) উপ-বিধিতে বর্ণিত ‘অসদাচরণ’ এর দায়ে উক্ত বিধিমালা’র ১২(১) উপ-বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চাকুরি হতে ডেপুটি রেজিস্ট্রার গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক ‘খোরাকী ভাতা’ প্রাপ্য হবেন।
রাজধানীতে আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের অভিযোগে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে সোমবার সন্ধ্যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।। এ ঘটনায় ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানসহ আওয়ামী লীগপন্থি শিক্ষক-কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে পৃথক মিছিল করে শাখা ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিলের পর প্রশাসনের কাছে তিনটি দাবি পেশ করে। দাবিগুলো হলো আওয়ামী লীগপন্থি শিক্ষক কর্মকর্তাদের বাসা বাতিল ও প্রত্যাহার, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থানকারীদের ক্লাস ও পরীক্ষা থেকে অব্যাহতি এবং ডেপুটি রেজিস্ট্রারকাণ্ডে তিন দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন প্রকাশ করতে হবে।