ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

লামায় অপহৃত ৭ শ্রমিক মুক্ত
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২০ পিএম  (ভিজিট : ৬৬)
বান্দরবানের লামা উপজেলায় সরই ইউনিয়নে কমলা বাগান এলাকা থেকে অপহৃত ৭ শ্রমিক মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সরই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

অপহৃতরা হলেন- কাঠ শ্রমিক মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়িচালক মো. জামাল (৩২)। অপর দুইজনের নাম জানা যায়নি।

লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়ার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, যৌথ বাহিনীর অভিযানের মুখে অপহৃত ৭ শ্রমিককে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। তাদের মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। 

সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস জানিয়েছিলেন, সাত শ্রমিক চট্টগ্রামের লোহাগাড়া ও আমিরাবাদ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার রাতে লামা উপজেলার লুলাইন এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের উদ্ধারে নামে পুলিশ ও সেনা সদস্যের যৌথ বাহিনীর দল।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close