প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৬ পিএম (ভিজিট : ১০৪)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুল্ক কর প্রদানের রশিদ দেখাতে না পারায় বিপুল পরিমাণ ভারতীয় ভেকসিন ইনজেকশন এবং ১১২ পাতা ভারতীয় ট্যাবলেটসহ ২ ভারতীয় নাগরিককে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুর এলাকায় তাদের বহনকারী সিএনজি গাড়ি থামিয়ে তাদেরকে আটক করা হয়। আটক ভারতীয়রা আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশে এসেছিল। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার প্রদীপ দত্ত (৬০) ও উত্তর ২৪ পরগনার গৌতম দত্ত (৫৩)।
আখাউড়া থানা সূত্রে জানা যায়, ভারতীয় ওষুধের শুল্ক প্রদানের কোন রশিদ বা অন্য কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। কর ফাঁকি দিয়ে ভারতীয় ওষুধ বাংলাদেশে আনার দায়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ভারতীয় ওষুধের বৈধ কোন কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।আসামীদেরকে মঙ্গলবার বিজ্ঞ আদালত পাঠানো হয়েছে।
সময়ের আলো/জেডআই