ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলা
পূজার ছুটিতে বাড়ল ভিড়
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৩ এএম  (ভিজিট : ১০৮)
অমর একুশে বইমেলার তৃতীয় দিনে লোকসমাগম বেড়েছে। বইমেলার স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়ায় বেড়েছে কেনাবেচাও। এদিন বেলা ৩টা থেকে ক্রেতা-দর্শনার্থীদের ঢল নামে। সরস্বতী পূজায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাতেই এদিন ভিড় হয়েছে বেশি। মেলায় আগতদের মধ্যে অধিকাংশই ছিল শিক্ষার্থী।

সন্ধ্যার দিকে অন্য প্রকাশে বেশ ভিড় লক্ষ করা যায়। এ সময় দেখা যায়, ক্রেতারা বই দেখছেন। অন্য প্রকাশের বিক্রয় প্রতিনিধিরাও তাদের বই দেখতে সহযোগিতা করছে। গতকালের বই বিক্রি নিয়ে অন্য প্রকাশের বিক্রয় প্রতিনিধি মুরসালিন ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, বইমেলার আজ (গতকাল) তৃতীয় দিন। সেই হিসেবে কেনাবেচা মোটামুটি ভালো। তবে আশা করি বিক্রি সামনে আরও বাড়বে।

ভাষাপ্রকাশের বিক্রয় প্রতিনিধি রহমান শিকদার বলেন, মেলার দুদিন শেষ হয়েছে। সরস্বতী পূজায় শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি চলছে। আর শিক্ষার্থীরাও ছুটি পেয়ে বইমেলায় ঘুরতে এসেছে। গত দুদিনের তুলনায় ভালো বিক্রি করেছি। মেলার প্রথমদিকে বিক্রি একটু কম থাকে। কয়েক দিন গেলে বিক্রি আরও বাড়বে।

বই বিক্রির বিষয়ে আকাশ প্রকাশনী থেকে ইব্রাহীম হাসান বলেন, বিক্রি ভালো হয়েছে। সামনে এ বিক্রি বাড়বে। লোক বেশি হলে স্বাভাবিকভাবেই বিক্রি বাড়বে। বইবাজার প্রকাশন থেকে সৈয়দ শামসুল আলম বলেন, একটু সময় গেলেই বইমেলা জমে উঠবে। শিকড় থেকে রাতুল হাসান বলেন, প্রথম দুদিন বিক্রি একটু কম ছিল, তৃতীয় দিনে এসে লোকসমাগম একটু বাড়ল।

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বইমেলায় এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলাম। তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। তার সঙ্গে সংগঠনের সদস্যদেরও বইমেলায় নিয়ে এসেছেন। তিনি বলেন, এ বছর প্রথম বইমেলায় এলাম। কাজের চাপ থাকে বিধায় কোথাও ঘুরতে গেলে একটু সময়ের হিসাব-নিকাশ করে তারপর বের হতে হয়। আজ (গতকাল) সরস্বতী পূজা এ জন্য ক্যাম্পাস ছুটি। তাই পরিকল্পনা করে সংগঠনের সবাইকে নিয়ে বইমেলায় এসেছি। ঘোরাঘুরি করে বেশ ভালো লাগছে। কাজের চাপে আজকাল তেমন ঘোরাঘুরিই হয়ে ওঠে না।

আগারগাঁও থেকে বইমেলায় এসেছেন আমিনুল ইসলাম। তিনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিসের ঝামেলা চুকিয়ে বইমেলায় আসার জন্য সময় বের করেছেন। ব্যবসার কাজে গ্রাম থেকে তার দুজন বন্ধু ঢাকায় এসেছে। তাদের মেলা দেখাতেই তিনি এখানে এসেছিলেন। তিনি বলেন, ছেলেবেলায় বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতাম, মেলায় ঘুরতে যেতাম। পেশার সুবাদে আজ আমরা আলাদা হয়ে গেছি। ছুটিতে বাড়ি গেলে তাদের সঙ্গে আড্ডা দেই। বন্ধুরা ব্যবসার কাজে ঢাকা এসেছে। এ জন্য একটু সময় বের করে তাদের সঙ্গে বইমেলায় এলাম।

এদিন মায়ের সঙ্গে বইমেলায় আসে দ্বিতীয় শ্রেণির ছোট্ট আসিফ। তার স্কুল ছুটি। মায়ের সঙ্গে গল্পের বই কিনতে এসেছে সে। আসিফের সঙ্গে কথা হলে সে জানায়, আমার কাছে গল্পের বই ভালো লাগে। টুনটুনি, শিয়াল, বাঘের বইসহ আরও অনেক বই আমার ভালো লাগে।

বইমেলার তৃতীয় দিনে এসেও দেখা যায় স্টল নির্মাণের কাজ চলছে। কয়েকটি স্টলে এখনও বই ওঠানো হয়নি। খাবারের স্টলগুলো এখনও ঠিকঠাক করে বসেনি। স্টল দ্রুত নির্মাণের জন্য নির্মাণ শ্রমিকরা দিনভর কাজ করে যাচ্ছেন। দুয়েক দিনের মধ্যে খাবারের স্টলের সব কাজ শেষ হবে বলে জানান কয়েকজন বিক্রেতা।

স্টলের কাজ এখনও শেষ না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে এক ব্যক্তি বলেন, খাবারের জায়গা যেহেতু আগে থেকেই নির্ধারণ করা থাকে সেহেতু আগেভাগেই খাবারের স্টলের কাজে হাত দেওয়া উচিত। এখানে যারা আসে তাদের মানসম্মত নাশতার ব্যবস্থা থাকা তো উচিত।

গতকাল মেলা শুরু হয় বেলা ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। মেলায় গতকাল নতুন বই এসেছে ৩২টি।

মূলমঞ্চ : এদিন বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘হায়দার আকবর খান রনো আজীবন বিপ্লব-প্রয়াসী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাব হাসান। আলোচনায় অংশগ্রহণ করেন আবদুল্লাহ আল ক্বাফী রতন, জলি তালুকদার এবং অনন্যা লাবণী পুতুল। সভাপতিত্ব করেন দীপা দত্ত।

লেখক বলছি মঞ্চ : গতকাল লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি চঞ্চল আশরাফ এবং শিশুসাহিত্যিক আতিক হেলাল।

আজ মঙ্গলবার বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘কুমুদিনী হাজং’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন পাভেল পার্থ। আলোচনায় অংশগ্রহণ করবেন মতিলাল হাজং এবং পরাগ রিছিল। সভাপতিত্ব করবেন আবু সাঈদ খান।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close