প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৪ পিএম (ভিজিট : ৬৪)
যশোরের চৌগাছায় চুরি করা তিনটি (সেচ) মোটরসহ সুমন (৩০) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনগণ। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে সরকারি কলেজের সামনে থেকে তাকে আটক করে।
আটক সুমন উপজেলার দিঘলসিংহা গ্রামের জোহর আলীর ছেলে।
স্থানীরা জানান, একটি বেপরোয়া গতির মোটর সাইকেল চৌগাছা থেকে যশোরের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার কারনে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে। আহত সুমনের কাছে সেচ কাজে ব্যবহৃত তিনটি মোটর দেখে সন্ধেহ হলে তাকে পুলিশে দেয়। পুলিশ তিনটি মোটরসহ ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা হয়েছে।