ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

নকলায় গরু চোর সন্দেহে গণধোলাইয়ে নিহত ২, আহত ৪
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৮ পিএম  (ভিজিট : ৪৮)
শেরপুরের নকলায় গরু চোর সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে মুসলিম উদ্দিন (৪৫) ও আমির হোসেন (৩০) নামে দুইজন নিহত এবং আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। 

রোববার রাতে দক্ষিণ নকলা এলাকায় গণধোলাইয়ের এ ঘটনা ঘটে। নিহত মুসলিম ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে এবং আমির হোসেন একই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

আহতরা হলেন- একই উপজেলার গোমড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান (১৯), সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া (৩০), আবুল হোসেনের ছেলে আয়নাল হক (২৫) ও পার্শ্ববর্তী সন্ধ্যাকুড়া এলাকার শাহজাদার ছেলে সাদ্দাম হোসেন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ১০টার দিকে দক্ষিণ নকলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে ওই ৬ জনকে দাঁড়িয়ে থাকতে দেখে গরু চোর বলে চিৎকার শুরু করেন স্থানীয়রা। পরে স্থানীয় কয়েকশ লোক জড়ো হয়ে গরুচোর সন্দেহে গণপিটুনি দিলে গুরুতর আহত হন তারা। খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমান পৌনে ১টার দিকে মারা যান মুসলিম উদ্দিন। বাকীদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমির হোসেন নামে আরও একজন। 

এদিকে ঘটনার পরপরই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আমিনুল ইসলাম।

নকলা থানা কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরজনের মরদেহ ময়মনসিংহ মেডিকেলে রয়েছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close