ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

বড়াইগ্রামে ভুঁয়া এনএসআইয়ের পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫১ পিএম  (ভিজিট : ৮৪)
নাটোরের বড়াইগ্রামে প্রকৃত এনএসআই সদস্যদের হাতে জাহিদুল ইসলাম রনি (১৯) নামে এক ভুয়া এনএসআই সদস্য আটক হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার দিয়াড়গাড়ফা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। আটক রনি দিয়াড়গাড়ফা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

জানা যায়, জাহিদুল ইসলাম রনি কিছুদিন যাবৎ নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকালে এনএসআইয়ের নাটোর টিমের সদস্যরা নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত এনএসআই লেখা জ্যাকেট ও একটি ভুয়া পরিচয় পত্রসহ দুটি মোবাইল, চারটি সিম, একটি এটিএম কার্ড ও পাওয়ার ব্যাংক জব্দ করে পুলিশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close