প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৬ পিএম আপডেট: ০৩.০২.২০২৫ ৯:০৫ পিএম (ভিজিট : ১২০)
লক্ষ্মীপুরে পেশাগত কাজে যাওয়ার পথে ৪ সাংবাদিককে মারধর করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। একপর্যায়ে তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে রাখে। পরে তাদের লক্ষ্য করে ছরড়া গুলি করেছে বলে জানায় আহতরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নিরব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ। রফিকের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
রফিকসহ আহত সাংবাদিকদের ভাষ্যমতে, জমি নিয়ে বিরোধের জের ধরে দত্তপাড়া গ্রামে প্রবাসীর বাড়িতে দখল ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সংবাদ করতে যাওয়ার পথে ঘটনাস্থলের কাছে পৌঁছলে ৮-১০ জন মুখোশধারী ব্যক্তি সাংবাদিকদের মোটরসাইকেল গতিরোধ করে। এসময় তাদেরকে সংবাদ সংগ্রহ না করে চলে যেতে বলে তারা। সাংবাদিকরা ওই এলাকায় যাওয়ার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এসময় গুলি করলে লক্ষ্যচুত হয়।
সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, হামলাকারীরা মুখোশধারী ছিল। হত্যার উদ্দশ্যে তারা হামলা ও গুলি করেছে। তারা জিম্মি করে আমাদের মোবাইল ফোন সেট ও টাকাসহ মানিব্যাগগুলো নিয়ে গেছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে, তা গুলির কিনা এক্স-রে করার পর নিশ্চিত হওয়া যাবে।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। কারা, কী কারণে হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।