প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৬ পিএম (ভিজিট : ৭৬)
গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছের ডাল কাটার সময় পড়ে গিয়ে আল আমিন মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামজীবন ইউনিয়নের কৈ কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের খয়বর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাস্তার পাশের গাছের ডাল কাটার সময় আল আমিন ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, গাছের ডাল কাটার সময় পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।