প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৩ পিএম (ভিজিট : ৯৮)
যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর সান্ডার্স তিনদিনের বাংলাদেশ সফরে ঢাকায় এসেছেন সোমবার (৩ ফেব্রুয়ারি)। রাষ্ট্রদূত এলেনর সান্ডার্স প্রথবারের মত বাংলাদেশ সফরে সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ন্যায়বিচার ও জবাবদিহিতা, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন। এদিন ঢাকায় এসেই যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনারের বাসভবনে বৈঠক করেন।
ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন জানিয়েছে, তিনদিনের সফরে রাষ্ট্রদূত এলেনর সান্ডার্স অর্ন্তবর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। রাষ্ট্রদূত এলেনর সান্ডার্স সরেজমিন কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করে যুক্তরাজ্যের তহবিল ব্যবস্থাপনার খোজ-খবর নিবেন। মানবাধিকার রক্ষায় জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার প্রতি তিনি এই সফরে যুক্তরাজ্যের নতুন তহবিল দেওয়ার ঘোষণা দিবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার ইস্যুতে একটি সেমিনারে যোগ দিবেন।
রাষ্ট্রদূত এলেনর সান্ডার্স সাংবাদিকদের বলেন, টেকসই, মানবাধিকার সমুন্নত এবং মান সম্মত উন্নয়ন এগিয়ে নিতে যুক্তরাজ্য বাংলাদেশকে টেকসই এবং দীর্ঘ মেয়াদে সংস্কার প্রক্রিয়ায় সমর্থন জানাচ্ছে। আমার এই সফরের মাধ্যমে জবাবদিহিতা ও ন্যায়বিচার, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং শ্রম অধিকার ইস্যূতে যুক্তরাজ্য-বাংলাদেশ সহযোগিতা আরও জোরদার হবে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আমরা বাংলাদেশের সঙ্গে বহুপাক্ষিক অংশীদারিত্বকেও সুসংহত করব।
ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূত এলেনর সান্ডার্সকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। এই সফর বাংলাদেশ-যুক্তরাজ্য গভীর বন্ধুত্বের নিদর্শন। যা সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুক্তরাজ্যের প্রতিশ্রুতির পুনরাবৃত্তি।
এদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের সোমবার জানান, যুক্তরাজ্য সরকারের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে সোমবার বিকেল সাড়ে ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ড. আব্দুল মঈন খান বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিরও সদস্য এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটিরও সদস্য।