জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে বুধবার ( ৫ ফেব্রুয়ারি)। কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী কমিশন সদস্যদের সঙ্গে নিয়ে ২০০ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেবেন বলে জানা গেছে।
প্রতিবেদনে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ এবং অন্য ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটার সুপারিশ রাখা হচ্ছে বলে সংস্লিষ্ট সুত্র জানিয়েছে।
বর্তমানে উপসচিব পদে পদোন্নতিতে ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত। বাকি ২৫ শতাংশ কোটা অন্য ক্যাডারের জন্য। কোটা কমানো নিয়ে প্রশাসন ক্যাডারের মধ্যে অসন্তোষ রয়েছে। অন্যদিকে অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে কর্মসূচি পালন করছেন।
গত ৩ অক্টোবর ৮ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। ৯০ দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাজে হস্তান্তর করতে বলা হয়। এরপর তিন দফা বাড়িয়ে কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ায় আগেই প্রতিবেদন জমা দিচ্ছে কমিশন।