প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২২ পিএম (ভিজিট : ৯৬)
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভূমি অধিগ্রহণে সামাজিক বনায়নের গাছ যতদূর সম্ভব মেয়াদপূর্ণ হলেই না কেটে এর মূল্য নির্ধারণ করে উপকার ভোগীদের দেওয়া যেতে পারে। সড়কের পাশের গাছগুলো রোপন, পরিচর্যায় তাঁদের একটা ভূমিকা থাকে। গাছগুলো তাদের উপকারে লাগে বেশি। স্থানীয়রা আন্তরিক না হলে এসব গাছ রক্ষা করা কঠিন।
সোমবার (৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১৪৫তম কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
ভূমি উপদেষ্টা বলেন, ঢাকা শহর বাঁচাতে পাতাল রেল অত্যন্ত প্রয়োজন। পাতাল রেল ঢাকার যানজট হ্রাস করে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। তিনি বলেন, জনস্বার্থে তাৎক্ষণিক প্রয়োজনে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ভূমি অধিগ্রহণ কার্যক্রমে ভূমি মালিকরা যেনো ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার না হন সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে কেউ ন্যায্যতা থেকে বঞ্চিত না হন।
সভায় ছয়টি প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ৩টি সড়ক প্রশস্তকরণের নিমিত্তে মোট ৮টি মৌজার ২৭ দশমিক ৮০৯৭ একর ভূমি অধিগ্রহণ।
রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন মাদানী এভিনিউ হতে বালু নদী পর্যন্ত প্রশস্তকরণ এবং বালু নদী হতে শীতলক্ষ্যা নদী পর্যন্ত সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের জন্য রূপগঞ্জ উপজেলাধীন রূপগঞ্জ ও নাওড়া মৌজায় বিভিন্ন দাগে শূন্য ৯৮৯৬১ একর ভূমি অধিগ্রহণ। ইতিপূর্ব এই প্রকল্পে ৩৪ দশমিক ৮৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক বাস্তবায়নাধীন ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট’ এর আওতায় ‘আফতাবনগর ও বাড্ডা পাতাল মেট্রোরেল স্টেশনের সাথে সংযোগ করিডর নির্মাণ’ এর জন্য ২ দশমিক ৪৪৬২ একর, সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়কসহ তিনটি লিংক রোড নির্মাণ প্রকল্পের জন্য ইতিমধ্যে ৩০ দশমিক ৭৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, কৃষি সচিব ড. মুহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলাম, রাজউক এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মো: সিদ্দিকুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার, প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।