প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৬ পিএম (ভিজিট : ১৪৮)
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বলেছেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে চব্বিশের শহীদরা প্রাণ দেননি। দোহাই লাগে এসব বন্ধ করুন।শহীদদের রক্ত যেন বৃথা না যায়। এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ফেনীর ফুলগাজীর কালির হাটে শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এ মন্তব্য করেন তিনি।
এসময় জামায়াত আমির আরও বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। মহান আল্লাহ দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।
পরে পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শন শেষে ফেরার পথে চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া উপহারের ঘর উদ্বোধন করবেন জামায়াত আমির। পরে পরশুরাম বাজারে পথসভায় বক্তব্য রাখেন। পথসভা শেষে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেওয়া ঘর উদ্বোধন করেন ডা: শফিকুর রহমান
এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান,সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।