ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে চিত্র প্রদর্শনী
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৫ পিএম  (ভিজিট : ১৫০)
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে স্মরণ করতে এবং বিশ্ব পরিমণ্ডলের বিভিন্ন আন্দোলনের সঙ্গে জুলাইয়ের বিভিন্ন সংযোগকে তুলে ধরতে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’ নামের একটি গবেষণামূলক সংগঠন এবং 'পিঁপড়া' নামের একটি গবেষণা সংস্থার যৌথ আয়োজনে ‘আ জার্নি থ্রো জুলাই’ শীর্ষক তিন দিন ব্যাপী প্রদর্শনীটি সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত উন্মুক্ত থাকবে। 

প্রদর্শনীটি গত শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর পান্থপথে অবস্থিত দৃক্ গ্যালারিতে শুরু হয়েছে। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকছে এই প্রদর্শনীটি। 

আয়োজকরা জানান, ‘আ জার্নি থ্রো জুলাই’ শীর্ষক প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের বিভিন্ন স্থিরচিত্র। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনে রূপান্তরের বিষয়টি মাথায় রেখে প্রদর্শনীটি সাজানো হয়েছে। এছাড়াও জুলাই আন্দোলন চলাকালে পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদমাধ্যমগুলো কেমন সংবাদ প্রচার করেছে তার একটি সংখ্যাতাত্ত্বিক গবেষণাও দেখানো হবে এই আয়োজনে।

জুলাই অভ্যুত্থান বিষয়ক সেলের সেল সম্পাদক এবং জুলাই আর্কাইভের প্রতিষ্ঠাকালীন সদস্য হাসান ইনাম বলেন, আমরা হাসিনার পালানোর পর থেকেই 'জুলাই আর্কাইভ' এর কাজ শুরু করি। তখন থেকেই বিভিন্ন ছবি, ভিডিও, শহীদদের জীবনী সংগ্রহের কাজ করতে থাকি। আমরা ধীরে ধীরে এটার প্রদর্শনী শুরু করছি। JulyMesacreArchive.org নামের একটি ওয়েবসাইট ইতিমধ্যে বানানো হয়েছে। আমরা শিগগিরই সেখানে সবকিছু আপলোড শুরু করবো। 

'পিপড়া' গবেষণা সংস্থাটির প্রতিষ্ঠাতা তাশাহুদ আহমের রাফিম বলেন, গবেষণাকে শুধু তাত্ত্বিক ও কেতাবি সীমায় বদ্ধ না রেখে নতুন যুগের সাথে গবেষণার প্রভাবশালী প্রদর্শনীর মাধ্যামে জ্ঞানকে গণ-এর ভেতর ছড়িয়ে দিতেই কাজ করবে পিঁপড়া. তারই প্রথম কিস্তি ''Where July Meets The World'' ও "International July Archive". যেখানে জুলাই গণ-অভ্যুত্থানের সাথে বিশ্বের বিভিন্ন বিপ্লবের দৃশ্যের একাত্মতা তুলে ধরা হয়েছে। বিশ্ব গণমাধ্যমে জুলাই বিষয়ক সংবাদ প্রকাশ নিয়ে পরিমাণগত একটি পরিসংখ্যান প্রদর্শন করা হয়েছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close