প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৪ এএম (ভিজিট : ১৪৮)
ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসকে ঘিরে জমে উঠেছে নাটকের মঞ্চপাড়া। বিভিন্ন উৎসবে মুখরিত রাজধানীর এই অঙ্গন। নাটক প্রদর্শনীর পাশাপাশি চলছে নানা আয়োজন। প্রতিষ্ঠার ৫৩ বছর উপলক্ষে ভাষার মাস ফেব্রুয়ারিজুড়ে নানা আয়োজন সাজিয়েছে আরণ্যক নাট্যদল। ‘তিমির হননে অগ্রসর হয়ে’ সেøাগান নিয়ে আয়োজিত মাসব্যাপী এ উৎসব হচ্ছে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি ও সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। ১ ফেব্রুয়ারি মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।
উদ্বোধন অনুষ্ঠানের পর দলটি মঞ্চায়ন করে তাদের প্রথম প্রযোজনা ‘কবর’। ৭ ফেব্রুয়ারি রয়েছে ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শনী। ১৫ ফেব্রুয়ারি একাডেমির কফি হাউস চত্বরে হবে পথনাটক উৎসব। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় যন্ত্রসংগীত, সন্ধ্যা ৭টায় ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনী। ১৯ ফেব্রুয়ারি যন্ত্রসংগীত ও ‘কম্পানি’ নাটকের মঞ্চায়ন। ২০ ফেব্রুয়ারি যন্ত্রসংগীতের পর থাকছে নাটক ‘ময়ূর সিংহাসন’।
২৮ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘কহে ফেসবুক’। ২৯ বছরে পদার্পণ করছে প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন চলছে প্রাচ্যনাটের। শনিবার উদ্বোধনী দিনে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় ‘পুলসিরাত’। নাটক প্রদর্শনীর আগে সন্ধ্যা ৬টায় রয়েছে প্রদীপ প্রজ্বালন ও উদ্বোধনের গান। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটক ‘রিড ইন দ্য নেম অব মাই ডেথ’। রাত ৮টায় থাকবে গান ও আড্ডা। ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় খোয়াবনামা নাটকের প্রদর্শনী হবে। ২১ ফেব্রুয়ারি বিকাল ৫টায় মহিলা সমিতির বহিরাঙ্গনে থাকছে অর্কেস্ট্রা পরিবেশনা ও প্রাচ্যনাটের গান। সন্ধ্যা ৭টায় নীলিমা ইব্রাহিম মিলনায়তনে রয়েছে নাটক ‘কিনু কাহারের থেটার’।
২২ ফেব্রুয়ারি বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলের বহিরাঙ্গনে হবে উন্মুক্ত আলোচনা। সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হবে টরন্টো থিয়েটার ফোকস, কানাডার নাটক ‘এক জোড়া জুতা’। ২৩ ফেব্রুয়ারি একই সময়ে একই স্থানে রয়েছে এ নাটকের আরও এক প্রদর্শনী। প্রাচ্যনাটের মাসব্যাপী এই আয়োজন শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। সমাপনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বেলা ৩টায় চিলড্রেন থিয়েটার, পাপেট শো, ওয়ার্কশপসহ শিশুদের জন্য থাকছে নানা আয়োজন। বিকাল ৫টায় থাকছে প্রাচ্যনাটের বন্ধু সংগঠনগুলোর পথনাটক প্রদর্শনী এবং লোকশিল্পীদের পরিবেশনা।
এ ছাড়া, ওই দিন চিত্রশালা মিলনায়তনের উন্মুক্ত গ্যালারিতে প্রাচ্যনাটের সব চিত্রশিল্পী ও আলোকচিত্রীর শিল্পকর্ম প্রদর্শনী হবে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রথমবার আয়োজন করতে যাচ্ছে ‘মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব’। এ লক্ষ্যে তিনটি পর্যায়ে দেশব্যাপী শুরু হয়েছে ১৫ দিনের প্রযোজনাকেন্দ্রিক নাট্যকর্মশালা।
এ কর্মশালা থেকে মোট ১৬টি দল নির্বাচন করা হবে এবং এ দলগুলো ‘মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবে’ অংশ নেবে। নাট্য কর্মশালার প্রথম পর্যায় শুরু হয়েছে গত ২০ জানুয়ারি থেকে। এটি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে এ কর্মশালা শুরু ৩ ফেরুয়ারি থেকে, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এ ছাড়া, তৃতীয় পর্যায়ের কর্মশালা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। শিল্পকলা একাডেমি চত্বরে শুরু হয়েছে ১০ দিনব্যাপী অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পিঠা উৎসব বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। প্রতিদিনই মঞ্চে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
সময়ের আলো/এএ/