ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

হাতীবান্ধায় ছাত্রলীগের সাবেক নেতা জিহান গ্রেফতার
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৯ পিএম  (ভিজিট : ৪৫০)
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফাহিম শাহরিয়ার খান জিহানকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠান বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফাহিম শাহরিয়ার খান জিহান হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। 

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। 

প্রসঙ্গত, লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামে একটি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close