ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

বিসিবি থেকে হান্নান সরকারের পদত্যাগ
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৮ পিএম  (ভিজিট : ১৯৬)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে দায়িত্ব ছাড়েন সাবেক এই ক্রিকেটার।

২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। তবে এক বছরের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী নির্বাচক হিসেবে গত বছরের ১২ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন হান্নান।

বিসিবির সূত্র জানায়, হান্নান সরকারের পদত্যাগ ছিল এক মাসের নোটিশে। তিনি নিজেও নিশ্চিত করেছেন যে, তিনি বিসিবি থেকে পদত্যাগ করেছেন। ১ লাখ ২৫ হাজার টাকার বেতনে নিয়োগ পেয়েছিলেন হান্নান। কিন্তু তিনি বেতনটিকে আকর্ষণীয় মনে করেননি। কোচিংয়ে ক্যারিয়ার গড়তে চান সাবেক এই ক্রিকেটার।

হান্নান সরকার বলেন, 'নির্বাচকের পদটি সম্মানজনক হলেও আর্থিকভাবে স্বচ্ছল থাকার মতো নয়। বেতন কম এবং চুক্তিভিত্তিক নিয়োগ, তাই এই ধরনের চাকরি আমার জন্য উপযুক্ত নয়। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য আমি আগ্রহী, বিশেষ করে মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের মতো আমাদের পথপ্রদর্শকের সহযোগিতায়। আশা করি, আমি একদিন জাতীয় দলের কোচ হতে পারব।'


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close