ফেনীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, আহত ৪
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৪ পিএম (ভিজিট : ১২৮)
ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় নিজাম উদ্দিন (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও ৪জন গুরুতর আহত হয়েছেন।
সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান, সকালে সোনাগাজী-ফেনী সড়কের লক্ষীপুর রাস্তার মাথায় ফেনী গামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান। এতে অটোরিকশার চালকসহ ৫জন গুরুতর আহত হয়।
স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ব্যবসায়ী নিজাম উদ্দিনকে মৃত ঘোষনা করেন। সে উপজেলার দক্ষিন মঙ্গলকান্দি গ্রামের নুরুল হকের ছেলে ও চট্টগ্রামের কাজির দেওড়ী এলাকার ব্যবসায়ী।
আহতরা হলেন- নিজামের স্ত্রী দিলারা বেগম নার্গিস, মেয়ে নিঝুম আক্তার ও ছেলে আবির হোসেন।তবে আহত চালকের নাম পাওয়া যায়নি।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সময়ের আলো/এএ/