ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

রামপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত ২
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩২ এএম  (ভিজিট : ১১৮)
রাজধানীর রামপুরা উলন রোডে কলা বিক্রেতা মোঃ জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শনিবার (১ ফেরুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম রামপুরা উলন পোড়াবাড়ি এলাকায় এই গুলির ঘটনায় তারা আহত হয়। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমান তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

হাসপাতালে আহত জিলানীর ছেলে সাইফুল ইসলাম জানান, তাদের বাসা রামপুরা পোড়াবাড়ি ঝিলপার এলাকায়। ঘটনার সময় তার বাবা রাস্তার পাশে কলা বিক্রি করছিল। আর শুভ নামে ওই কিশোর পিঠা কিনতে ছিল। এলাকায় বিদ্যুৎ চলে যায় হঠাৎ করে কয়েকজন যুবক ধরধর করতে করতে দৌড়াতে থাকে। এবং পরপর তিনটি শব্দ হয়। পরে তারা লক্ষ্য করে তাদের শরীরে থেকে রক্ত ঝরছে। পরে দ্রুতত তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কারা এই ছুড়েছে তা জানতে পারি নাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক গুলিবিদ্ধের ঘটনা নিশ্চিত করে জানান, রামপুরা উলন রোড থেকে দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে শুভর নিতম্বে ও জিলানীর তলপেটে গুলিবিদ্ধ হয়েছে। তবে কোথা থেকে গুলি লেগেছে তা বলতে পারে নাই।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close