প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৩ এএম (ভিজিট : ১৮৮)
অনেক প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে ঢাকাই চলচ্চিত্রের নতুন বছর। কিন্তু সেই প্রত্যাশা বছরের শুরুতেই হোঁচট খেল। জানুয়ারিতে দেশের প্রেক্ষাগৃহে মোট ৪টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে একটিও সাড়া ফেলেনি। দর্শক সংকটে থুবড়ে পেড়েছে প্রতিটি ছবি।
বছরের প্রথম সিনেমা হিসেবে ৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখে ‘মধ্যবিত্ত’। পরিচালনা করেছেন তানভীর হাসান। এটি তার প্রথম সিনেমা। ‘মধ্যবিত্ত’র গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। শ্রেণিবিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে সিনেমাটিতে। নির্মাতার কথায়, গ্রাম থেকে শহর, ফুটপাথ থেকে অট্টালিকা, কোনো শ্রেণির চরিত্র বাদ যায়নি সিনেমাটিতে। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনরেখা, সংগ্রাম তুলে ধরেছেন তিনি। তবে সিনেমাটি দর্শক টানতে পারেনি। দেশের ১৩টি সিনেমা হলে মুক্তি পায় ‘মধ্যবিত্ত’। এতে অভিনয় করেছেন নবাগত শিশির সরদার, মায়িশা প্রাপ্তি, মাসুম আজিজ, বড়দা মিঠু, সমু চৌধুরী, এলিনা শাম্মি, ওমর মালিক, আমির সিরাজী, সোহেল রানা, শবনম পারভীন প্রমুখ।
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত ছবি ‘মেকআপ’। এটি কয়েক বছর আগের নির্মিত সিনেমা। এর গল্পে চলচ্চিত্রের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপন করায় ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয় ছবিটি। মাস দুয়েক আগে মুক্তির অনুমতি চেয়ে এ ছবিটি আবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে মুক্তির অনুমতি পায় ‘মেকাআপ’। দেশের ২৩টি হলে মুক্তি পেলেও দর্শক পায়নি ছবিটি। সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে নির্মিত হয়েছে ‘মেকআপ’। চলচ্চিত্রটি তিন বছর আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। ছবিটিতে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি, বিশ্বনাথ।
বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণার পর অবশেষে ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসে ‘কিশোর গ্যাং’। বর্তমান সমাজের কিশোরদের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে ছবিতে। আবদুল মান্নানের পরিচালনায় এই সিনেমায় দেখা যায় একঝাঁক নতুন মুখ। তারা হলেন নীলিমা ইসলাম মুন, আয়ান সজিব, ইশতিয়াক আহমেদ সাদ প্রমুখ। আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিবা সানু, দুলারি, রেবেকা রউফ, জ্যাকি আলমগীর প্রমুখ। ১৭ হলে মুক্তি পাওয়া এই সিনেমাটিও দর্শক খরায় ভোগে।
২৪ জানুয়ারি দেশের ১১টি প্রেক্ষাগৃহে আলো ছড়ায় ‘রিকশা গার্ল’। অমিতাভ রেজার সাড়া জাগানো এই সিনেমাটি দর্শকের আশানুরূপ মন ভোলাতে পারেনি। সিনেমাটি যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত। এটি ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা। ইতিমধ্যে ‘রিকশা গার্ল’ দেশ-বিদেশে চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে শিল্পীমনা নাঈমাকে ঘিরে। ছবি আঁকার প্রতি তার গভীর ভালোবাসা থাকলেও দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবার হঠাৎ অসুস্থতা তাকে জীবনের নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায়। ছবি এঁকে আয় সম্ভব না হওয়ায় নাঈমা বাধ্য হয়ে রিকশা নিয়ে রাস্তায় নামে। এভাবে গল্পের বাঁক ক্রমেই জটিল হয়ে ওঠে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।
সময়ের আলো/এএ/