প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৪ এএম (ভিজিট : ২৪৬)
আলোচিত ‘জিন’ সিনেমার তৃতীয় কিস্তির ঘোষণা এসেছে। ছবিটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। এই সিনেমার মধ্য দিয়ে আবারও ফিরছেন আবদুন নূর সজল। তবে এবার তার সঙ্গে এই কিস্তিতে যোগ হয়েছেন নায়িকা নুসরাত ফারিয়া। নতুন এই সিনেমায় এবার দর্শক সজল-ফারিয়ার রোমান্স দেখা যাবে।
সিনেমাটি প্রসঙ্গে আবদুন নূর সজল বলেন, ‘এটি সত্যি অনেক ভালো লাগার, আনন্দের। সিনেমাটি দর্শকদের কাছে ভালো লেগেছে তাই এই সিনেমাটিকে নিয়ে তিনটি কিস্তি হচ্ছে। দর্শকরা কাজটিকে পছন্দ করেছেন, ভালোবাসা দিয়েছেন। আপাতত সিনেমাটির গল্প কিংবা কি থাকছে সেসব নিয়ে কিছু বলছি না। শুধু এতটুকু বলব, ইন্টারেস্টিং গল্প নিয়ে ফিরছি।
এই গল্পটিকেও দর্শকরা পছন্দ করবেন আমার বিশ্বাস।’ পূজা চেরীর পর এবার সঙ্গী নুসরাত ফারিয়া, এমন প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘প্রথম কিস্তিতে আমার সঙ্গে ছিলেন পূজা চেরী, অসম্ভব ভালো একজন অভিনেত্রী। আমাদের রসায়ন দর্শকরা পছন্দ করেছেন। এবার আমার সঙ্গে যোগ হয়েছেন নুসরাত ফারিয়া, যেটি আরও ভালো লাগার। ফারিয়ার সঙ্গে অনেক আগে স্টেজে উপস্থাপনা করেছিলাম কিন্তু একসঙ্গে অভিনয় করা হয়নি। আশা করছি দর্শক নতুন কিছু পাবে।’
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন ৩’ সিনেমটির শুটিং হবে ঢাকার পাশাপাশি টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, খুলনাসহ বেশ কয়েকটি লোকেশনে। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।