প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৪ এএম আপডেট: ০১.০২.২০২৫ ২:৩২ এএম (ভিজিট : ৩০৭)
শেকড়ের টান ভোলা দায়। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের উপলব্ধিটা বোধহয় এমনই। ক্যারিয়ারের শুরুটা যেখানে করেছিলেন, সেই সান্তোসেই ফিরে গেলেন আশ্রয়ের খোঁজে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেকড়ে ফেরার সেই খবরই নিশ্চিত করেছেন তিনি। অবশ্য ঘরের ডেরায় ঠাঁই এমনিতেই নেননি। চোটাক্রান্ত নেইমারকে টানতে চায়নি সৌদি প্রো লিগের দল আল হিলাল। তাই এক ধরনের বাধ্য হয়ে নতুন ঠিকানা বেছে নিলেন নেইমার।
ক্যারিয়ারের শেষবেলায় এসেও নতুন দিগন্ত ছোঁয়ার লক্ষ্য ব্রাজিলিয়ান সুপারস্টারের। সেই লক্ষ্যপূরণে খেলতে চান ২০২৬ বিশ্বকাপ। ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড সেটিই জানিয়ে দিয়েছেন, ‘এখন আমি আবার খেলার জন্য প্রস্তুত এবং সান্তোসের মতো একটি ক্লাবই আমাকে সেই ভালোবাসা দিতে পারে, যা আমাকে আগামী চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে।’
২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর নেইমার পিএসজি এবং আল হিলালে খেলার পর এখন আবার তার শৈশবের ক্লাবে ফিরে আসছেন। আল হিলালে এক বছর কাটিয়ে যেখানে তিনি মাত্র ৭টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন চোটের কারণে, নেইমারের এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
নেইমারের জন্য সান্তোসে ফেরা শুধু ক্যারিয়ারের শেষ সুযোগই হতে পারে, বরং তার ২০২৬ বিশ্বকাপের স্বপ্ন পূরণেরও একটি বড় পদক্ষেপ। সান্তোসে ফিরে তিনি আবারও জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিতে চান। সেটিকেই ক্যারিয়ারের শেষ সুযোগ মেনে তিনি বলেছেন, ‘এখন আমার একটাই লক্ষ্য, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলতে চাই।’
সান্তোসে ফিরে নেইমারকে সমর্থকদের সামনে তুলে ধরা হবে একটি অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে স্থানীয় সংগীত তারকাদের পারফরম্যান্স থাকবে। তিনি সান্তোসের জন্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, কারণ সান্তোস ২০২৪ সালে প্রথম বিভাগে ফিরেছে। তবে নেইমারের উপস্থিতি নিশ্চিতভাবেই ক্লাবের সমর্থকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। সান্তোসের হয়ে মাঠে নামা এবং ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াডে জায়গা করে নেওয়া হবে তার জন্য বড় পরীক্ষা।
সময়ের আলো/আরএস/