প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৬ এএম (ভিজিট : ২৪৪)
নতুন সংস্করণের চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের পথচলাটা সুখকর হয়নি। গ্রুপপর্বেই মুদ্রার দুইপিঠ দেখে ফেলেছিল তারা। তবে শেষদিকে ছন্দে ফিরে অন্তত শেষ ষোলোতে পা রাখার আশাটা জিইয়ে রেখেছিল। সেই পথে অবশ্য কোন দল বাধা হয়ে দাঁড়ায় সেটা নিশ্চিত ছিল না।
প্রিমিয়ার লিগে ধুকতে থাকা ম্যানচেস্টার সিটি নাকি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের পরীক্ষা দেবেন আনচেলেত্তির শিষ্যরা। শুক্রবার সেই রাস্তাটাও পরিষ্কার হয়ে গেছে।
রিয়ালের প্লে-অফে বাধা হয়ে দাঁড়িয়েছে গার্দিওলার সিটি। অন্যদিকে সেল্টিককে পেয়ে শেষ ষোলোয় পা দেওয়ার পথে অনেকটাই নির্ভার বায়ার্ন।
এবারই নতুন নয়। চ্যাম্পিয়নস লিগে সিটি-রিয়াল দ্বৈরথ যেন অলিখিত নিয়মে পরিণত হয়ে গেছে। সবশেষ তিন মৌসুমে এক অপরের মোকাবিলা করেছে দুদল। আরেকটু পেছনে তাকালে সেই তালিকাটা আরেকটু দীর্ঘ হবে। কেননা সর্বশেষ ছয় মৌসুমে পঞ্চমবারের মতো মুখোমুখি হবে তারা।
শেষ ষোলোর প্লে-অফের ড্রতে আর বড় কোনো চমক ছিল না। ফরাসি ক্লাব পিএসজি ও ইতালির ক্লাব মিলান সহজ প্রতিপক্ষই পেয়েছে। প্লে-অফের দুই রাউন্ডের প্রথম লেগের সেই ম্যাচগুলো হবে ১১ ও ১২ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগ ১৮ ও ১৯ ফেব্রুয়ারি।
সময়ের আলো/আরএস/