ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

লড়াইটা এখন খুলনা-রাজশাহীর
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৪ এএম  (ভিজিট : ২৬৪)
শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। লিগ পর্বে বাকি আছে আর দুটি ম্যাচ। আজই অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। তার মধ্যে দিনের প্রথম ম্যাচটি হতে যাচ্ছে মহাগুরুত্বপূর্ণ একটি ম্যাচ, দিনের দ্বিতীয় ম্যাচটি বলা যায় নিয়ম রক্ষার। 

প্লে-অফের তিনটি দল ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও চিটাগং কিংস শেষ চারে জায়গা করে নিলেও চতুর্থ দল নিয়ে এখনও রয়ে গেছে ধোঁয়াশা। আজ দিনের প্রথম ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে রাজশাহী ও খুলনার ভাগ্য। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খুলনার প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রংপুর রাইডার্স। তবে রংপুর শেষ চার ম্যাচে হেরে নিজেরাই রয়েছে ব্যাকফুটে। এই ম্যাচ হেরে গেলে তারা নেমে আসবে তিন নম্বরে।

এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ফরচুন বরিশাল। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রংপুর রাইডার্স। চিটাগং কিংস ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। তবে চতুর্থ স্থানে থাকা দুর্বার রাজশাহীর অবস্থান এখনও নিশ্চিত নয়। তাদের প্লে-অফে জায়গা ধরে রাখতে হলে খুলনা টাইগার্সকে হারতে হবে আজ।

খুলনা টাইগার্স যদি নিজেদের শেষ ম্যাচে রংপুরকে হারাতে পারে, তা হলে তারা রাজশাহীকে টপকে প্লে-অফ নিশ্চিত করবে। সে ক্ষেত্রে ১২ পয়েন্ট নিয়ে খুলনা প্লে-অফে উঠে যাবে এবং রাজশাহী বাদ পড়বে। তবে খুলনা হেরে গেলে রাজশাহীই শেষ চারে জায়গা পাবে।

এদিকে প্লে-অফে দ্বিতীয় স্থানে থাকা রংপুর রাইডার্সের অবস্থানও কিছুটা ঝুঁকিতে রয়েছে। যদি আজ চিটাগং কিংস ফরচুন বরিশালকে হারিয়ে দেয়, তা হলে পয়েন্ট টেবিলে পরিবর্তন আসতে পারে। চিটাগং জিতলে তাদের পয়েন্ট হবে ১৬, যা রংপুরের সমান। তখন নেট রান রেটে এগিয়ে থাকা দল দ্বিতীয় স্থান দখল করবে এবং অপর দল তৃতীয় স্থানে থাকবে। সে ক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ারে বরিশাল ও চট্টগ্রাম মুখোমুখি হবে। বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনালে যাবে। পরাজিত দল এলিমিনেটর থেকে জিতে আসা দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে।

এই সমীকরণগুলো বিপিএলকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। শেষ মুহূর্তে নাটকীয়তা দেখা যেতে পারে, বিশেষ করে খুলনা-ঢাকার ম্যাচের ফলের ওপর নির্ভর করছে প্লে-অফের চূড়ান্ত চিত্র। খুলনার জয় মানেই রাজশাহীর বিদায়, আর খুলনার হার মানেই রাজশাহীর টিকে থাকা। 

শেষ দিকের এই সমীকরণ ও সম্ভাবনা বিপিএলের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় আছেন, কে হবে শেষ চারে জায়গা পাওয়া চতুর্থ দল, আর কোন দল শেষ মুহূর্তে বিদায় নেবে। লিগ পর্বের শেষ দিনের লড়াইয়ের আগে বাদ পড়া দুই দল ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। দুটি দলই ছিল তারকাসমৃদ্ধ। তবে শেষ পর্যন্ত দৌড়ে টিকে থাকতে পারেনি। ছয় নম্বরে থাকা ঢাকা জিতেছে এ পর্যন্ত ১১ ম্যাচ থেকে তিনটি। সাত নম্বরে থাকা সিলেটের জয় ১২ ম্যাচে মাত্র দুটি।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close