প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৭:৪৮ এএম (ভিজিট : ৩২০)
অভিনেত্রী শবনম ফারিয়াকে অভিনয়ে তেমন দেখা যায় না। তবে মাঝেমধ্যে বিশেষ দিবসের নাটকে তাকে দেখা যায়। বর্তমানে কমেডি রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দেখা যাচ্ছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। সম্প্রতি ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে না পাওয়ায় কিছু ঘটনার উদাহরণ টেনে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই তারকা।
তিনি লেখেন আমার প্রথম সিনেমা ‘দেবী’ মুক্তির আগেও এমনই ঘটেছিল। পরিবারে অনেক সংগ্রামের পর অবশেষে একটি পেশা বেছে নিয়েছিলাম। বাবা-মাকে গর্বিত করার অপেক্ষায় ছিলাম। কিন্তু সিনেমা মুক্তির ছয়-সাত মাস আগেই বাবা মারা গেলেন। তিনি কখনোই আমার কাজটি দেখতে পারলেন না।
কয়েক বছর আগে গভীর প্রেমে পড়েছিলাম। মনে হয়েছিল জীবনের সব কঠিন মুহূর্ত আমাকে তার কাছে নিয়ে আসার জন্যই ছিল। এক বছর সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন সে হারিয়ে গেল। আইনশৃঙ্খলা বাহিনী পর্যন্ত তার কোনো খোঁজ পেল না। এক মাস পর জানতে পারলাম সে যুক্তরাষ্ট্রে চলে গিয়ে আশ্রয়ের আবেদন করেছে। আর কখনো ফিরে আসবে না। জীবনে যখনই কিছু নিয়ে সত্যিকার অর্থে উত্তেজিত হই, তখনই সেটা ফসকে যায়। মনে হয়, জীবনের জন্য যেন ভিন্ন কোনো চিত্রনাট্য লেখা আছে। তবে নিজেকে সান্ত্বনা দিই এই ভেবে-আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। হয়তো তিনি আমাকে এমন কিছু থেকে রক্ষা করেন যা আমি দেখতে পাই না। কিন্তু প্রশ্ন থেকে যায়, কীভাবে উত্তেজিত হওয়া বন্ধ করব? কারণ উত্তেজনার পরের পতনটি যেন দ্বিগুণ কষ্টদায়ক।
সময়ের আলো/আরএস/