ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

আরও আট জিম্মির মুক্তি
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ২:৪৪ এএম  (ভিজিট : ১২৪)
গাজায় জিম্মি থাইল্যান্ডের ৫ নাগরিক এবং ইসরাইলের ৩ নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গতকাল বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। এর বিনিময়ে ইসরাইলের পক্ষ থেকে শতাধিক বন্দিকে মুক্তি দেওয়ার কথা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এই জিম্মি মুক্তি ও বন্দি বিনিময় ইসরাইল ও হামাসের মধ্যে সংঘটিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের তৃতীয় পর্যায়ের অংশ।

গত বৃহস্পতিবার এই ৮ জনের মধ্যে প্রথম মুক্তি পান ২০ বছর বয়সি ইসরাইলি সেনা আগাম বার্গার। তিনি গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের নিচে কোথাও আটক ছিলেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী বারবার এই শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে।

পরে হামাস আরেক ইসরাইলি নারী আরবেল ইয়াহুদকে গাজার খান ইউনিস শহর থেকে মুক্তি দেয়। এই এলাকাতেই হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইয়াহইয়া সিনওয়ারের বাড়ি ছিল। এই বিষয়ে আইডিএফ এক টুইটে জানায়, আরও এক ইসরাইলি বেসামরিক নাগরিক ও পাঁচজন থাই নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে এবং তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর বিনিময়ে ইসরাইল ১১০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে। এরা সবাই ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। বন্দি বিনিময়ের অংশ হিসেবে মুক্তির তালিকায় থাকা ফিলিস্তিনিদের মধ্যে ৩০ শিশু ও নারী বন্দিও আছে বলে জানিয়েছে প্যালেস্টিনিয়ান প্রিজনারস মিডিয়া অফিস (এএসআরএ)। কারাবন্দি ২০ জনকে ফিলিস্তিনি ভূখণ্ডের বাইরে ছাড়া হবে বলেও জানিয়েছে তারা। গতকাল যাদের মুক্তি পাওয়ার কথা, তাদের মধ্যে ৪৩ জন ফাতাহ সংশ্লিষ্ট, ২৪ জন হামাসের, ১৯ জন ইসলামিক জিহাদের, ৪ জন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এবং ২ জন ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের। হামাসের সঙ্গে গাজায় বন্দি বিনিময় চালিয়ে যাওয়ার পাশপাশি ইসরাইল পশ্চিম তীরে বিমান হামলাও অব্যাহত রেখেছে। বুধবার রাতে তাদের এক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদক তারেক আবু আজযাম খান ইউনিস থেকে জানিয়েছেন, বন্দি মুক্তির এই ঘটনাটি প্রত্যক্ষ করতে বহু মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। তারেক বলেন, ‘হাজারো বেসামরিক মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন এই দৃশ্য দেখার জন্য। একইসঙ্গে হামাস ও ফিলিস্তিনি ইসলামি জিহাদের অসংখ্য যোদ্ধা এলাকায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। তারা ইসরাইলি বন্দিদের রেড ক্রসের মাধ্যমে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছিলেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং বিনিময় প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনা করছে।’

পরে ইসরাইলের সাবেক জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, খান ইউনিসে বন্দি হস্তান্তরের চিত্র প্রমাণ করে যে ইসরাইল গাজায় ‘সম্পূর্ণ বিজয়’ অর্জন করতে পারেনি। বার্তা আদান-প্রদান প্ল্যাটফর্ম টেলিগ্রামে এক বিবৃতিতে বেন-গভির বলেন, ‘আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। আমাদের প্রিয় আগাম, আরবেল ও গাদি ফিরে এসেছে। কিন্তু গাজার ভয়াবহ চিত্রগুলো পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে, এটি কোনো সম্পূর্ণ বিজয় নয়, এটি সম্পূর্ণ ব্যর্থতা, এক অভূতপূর্ব অবিবেচনাপ্রসূত চুক্তি।’
এর আগে, গত শনিবার হামাস গাজায় আটক চার নারী ইসরাইলি সেনাকে মুক্তি দেয় এবং এর বিনিময়ে ইসরাইল ২০০ জন ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দেয়। এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধ হয়।





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close