ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

এবারের বইমেলা আগের চেয়ে ভালো হবে
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১:৪০ এএম  (ভিজিট : ২০২)
বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক ও আবিষ্কার প্রকাশনার স্বত্বাধিকারী দেলোয়ার হাসান এবারের বইমেলা সম্পর্কে অল্প পরিসরে কথা বলতে গিয়ে জানান, এবাবের বইমেলা অন্য বছরের তুলনায় বেশ ভালো হবে। 

পরিবর্তিত পরিস্থিতিতে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে পাঠকরা মেলায় এসে অন্য এক আমেজ পাবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষ যে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেয়েছে, তার স্বাদ বইমেলায় এসে তা অনেকাংশে অনুভব করবে বলে বিশ্বাস করি।সার্বিক বইমেলা সম্পর্কে দেলোয়ার হাসান আশাবাদী হলেও বাংলা একাডেমি সম্পর্কে তার নিজস্ব কিছু মতামত ব্যক্ত করেন। 

তিনি বলেন, এবারের বইমেলায় ছোট ছোট প্রকাশকদের স্টল বরাদ্দ ও প্যাভিলিয়ন বরাদ্দের ব্যাপারে বাংলা একাডেমি একটু উদার মনোভাব রাখার উচিত ছিল। তবে অল্প সময়ের মধ্যে বাংলা একাডেমি যে সুন্দরভাবে আয়োজন করেছে তার জন্য অবশ্য প্রশংসার দাবিদার।

প্যাভিলিয়ন সম্পর্কে এক প্রশ্নের জবাবে দেলোয়ার হাসান বলেন, আমরা চেয়েছিলাম প্যাভিলিয়নের একটি সুন্দর আঙ্গিক। যেখানে পাঠক ক্রেতারা প্রবেশ করবে। অন্যদিক দিয়ে বের হবে। 
এতে কিন্তু যারা প্যাভিলিয়ন পেয়েছেন তাদের কোনো ক্ষতি হতো না। আগামীতে এ ব্যাপারে বাংলা একাডেমি মনোযোগী হবেন সে প্রত্যাশা করি। এ ছাড়াও স্টল ভাড়ার ব্যাপারে একটু সহানুভূতি দৃষ্টিতে দেখলে ছোট ছোট প্রকাশকদের অংশগ্রহণ আরও বিস্তৃতি লাভ করবে।

বইমেলা আর প্রকাশকদের ব্যাপারে অন্য এক প্রশ্নে দেলোয়ার হাসান বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় যদি প্রকাশকদের ব্যাপারে অনুদানের ব্যবস্থা করেন তা হলে ছোট ছোট প্রকাশকদের জন্য বেশ ভালো হয়। অনুদানের ক্ষেত্রে আগামীতে প্রকাশকদের বিষয়টি সচেতন হলে পাঠক, প্রকাশক উপকৃত হবেন।
এবারের মেলায় আবিষ্কার বেশ কয়েকটি আকর্ষণীয় বই নিয়ে আসছেন। এর মধ্যে রয়েছে উপন্যাস, কবিতা, প্রবন্ধ ও নানাবিধ সম্পর্কিত বই।

সাধারণ সম্পাদক, বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close