সিরিয়ার নেতা আহমেদ আল-শারাকে দেশটির অন্তর্বর্তী পর্যায়ের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আক্রমণে নেতৃত্ব দেওয়া সামরিক কমান্ড বুধবার এ ঘোষণা দিয়েছে। রয়টার্স তাদের ঘোষণার বরাত দিয়ে জানিয়েছে, সিরিয়ার সংবিধান স্থগিত করা হয়েছে এবং অন্তর্বর্তী পর্যায়ের জন্য শারা একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা পেয়েছেন। এদিকে সামরিক ঘাঁটির বিনিময়ে রাশিয়ার কাছে আসাদকে ফেরত চেয়েছে সিরিয়া। তবে ক্রেমলিন এ ব্যাপারে এখনও নিশ্চুপ।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা : সামরিক কমান্ডের ঘোষণায় বলা হয়, ‘অন্তর্বর্তী পর্যায়ে দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন শারা। তিনি সিরিয়া আরব রিপাবলিকের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এবং আন্তর্জাতিক সম্মেলনগুলোতে প্রতিনিধিত্ব করবেন।’ নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত নতুন আইন পরিষদ তাদের দায়িত্ব পালন করবে। গত বছর আসাদের শাসনামলে যে পার্লামেন্ট নির্বাচিত হয়েছিল তা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।
ঘোষণায় আসাদের বাথ পার্টি ও তার গোয়েন্দা সংস্থাগুলো বিলুপ্তির যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তা পুনর্ব্যক্ত করা হয়। এতে আরও বলা হয়, যে বিদ্রোহী গোষ্ঠীগুলো ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে লড়াই করেছে সেগুলো বিলুপ্ত হয়ে রাষ্ট্রীয় বাহিনীগুলোতে আত্তীকৃত হবে।
ক্ষমতা থেকে আসাদকে উৎখাতে চালানো অভিযানে অংশ নেওয়া সামরিক কমান্ডারদের এক সম্মেলনে এসব সিদ্ধান্ত হয়। ওই অভিযানে নেতৃত্ব দেওয়া ইসলামপন্থি হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর প্রধান নেতা শারা। এইচটিএস জঙ্গি গোষ্ঠী আলকায়েদার সাবেক শাখা।
সম্মেলনে দেওয়া বক্তৃতায় শারা বলেছেন, সিরিয়ায় প্রথম অগ্রাধিকার হচ্ছে ‘বৈধ ও আইনি পথে’ সরকারের শূন্যতা পূরণ করা।
ঘাঁটির বিনিময়ে আসাদকে চায় সিরিয়া : সিরিয়ার নতুন শাসক আহমেদ আল-শারা দেশটির সামরিক ঘাঁটি ব্যবহারের বিনিময়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফেরত দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া।
আলজাজিরা জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত বুধবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি। এর একদিন আগে রাশিয়ার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সিরিয়ায় নতুন শাসক আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছে।
রাশিয়ার দীর্ঘদিনের মিত্র বাশার আল-আসাদ। গৃহযুদ্ধের সময় রাশিয়ার সহায়তায় তিনি সিরিয়ার ক্ষমতায় ছিলেন। কিন্তু বিদ্রোহীদের আকস্মিক এক অভিযানে গত ডিসেম্বরে তিনি ক্ষমতাচ্যুত হন এবং মস্কোতে পালিয়ে যান। বিভিন্ন সংবাদ সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, শারা দাবি করেছেন-আসাদকে ফেরত পাঠানোর পাশাপাশি সিরিয়ায় পুনর্গঠন ও পুনরুদ্ধারে সহযোগিতা করার জন্য রাশিয়াকে ক্ষতিপূরণও দিতে হবে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্যমতে, দেশটির নতুন প্রশাসন রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে-দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে হলে রাশিয়াকে অতীতের ভুল স্বীকার করতে হবে। পাশাপাশি সিরিয়ার জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে হবে এবং তাদের স্বার্থ রক্ষা করতে হবে।
মিত্র আসাদের পতন ঘটলেও সিরিয়ায় তারতুস নৌ-ঘাঁটি এবং খমেইমিম বিমান ঘাঁটি ধরে রাখতে চায় রাশিয়া। এই ঘাঁটিগুলো ভূমধ্যসাগরে রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক সোভিয়েত ইউনিয়ন অঞ্চলের বাইরে এগুলোই রাশিয়ার একমাত্র সামরিক ঘাঁটি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সিরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে। তবে সামরিক ঘাঁটি নিয়ে তারা কোনো সরাসরি মন্তব্য করেনি।