ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

কেমন হবে পঁচিশের বইমেলা!
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১:১৮ এএম  (ভিজিট : ৮৬)
বইমেলার ভালোমন্দ নির্ভর করে দেশের অবস্থার ওপর। পরিস্থিতির ওপর। কোভিডের বছরে বইমেলা যে ভালো হবে না তা জ্যোতিষীর সাহায্য ছাড়াই বলে দেওয়া গিয়েছিল। ভালো হয়নি। লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে প্রকাশকদের। অনেক ছোট প্রকাশক এই জগৎ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। পরিবর্তিত জাতীয় পরিস্থিতিতে এই বছরের বইমেলা নিয়ে খুব আশাবাদী মানুষকেও তেমন উৎসাহী হতে দেখা যাচ্ছে না।

বই কেনেন প্রধানত নিম্নমধ্যবিত্ত শিক্ষিত মানুষ। আর ছাত্ররা। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। নিম্নমধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের মধ্যে টাকার প্রবাহ নেই। ব্যবসায়ী থেকে চাকরিজীবী, শ্রমজীবী-সবারই প্রকৃত উপার্জন কমে গেছে। বই যেহেতু মানুষের রোজকার জীবনধারণের অত্যাবশ্যকীয় পণ্য নয়, তাই বছরে একবার হলেও বইমেলা থেকে যারা একটি হলেও বই কিনতেন, তারা সেই বাজেট ছাঁটাই করে ফেলতে বাধ্য হবেন বলে আশঙ্কা হয়।

দেশের প্রতিনিধিত্বশীল লেখক, কবি, প্রাবন্ধিকরা মেলার অন্তত তিন মাস আগে থেকেই তাদের নতুন গ্রন্থের ব্যাপারে কথা বলেন। কী বিষয় নিয়ে লিখছেন, মেলা নিয়ে তাদের কী প্রত্যাশা সেসব বিষয়ে কথা বলেন। এবার তাদের কণ্ঠ শোনা যাচ্ছে না। অন্য কিছু বিষয়ের পাশাপাশি এবার  নানাবিধ সমস্যা হতে পারে-এমন আশঙ্কাও করছেন কেউ কেউ।

বইমেলার প্রাণ লিটল ম্যাগাজিন চত্বর। মেলা সামনে রেখে অনেক লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়। এবার ছোট কাগজ প্রকাশের সংখ্যাও কম হবে বলে শোনা যাচ্ছে।মুক্তমনা, প্রগতিশীলদের পাশাপাশি প্রাণোচ্ছল তরুণ-তরুণীরাই বইমেলার প্রধান আকর্ষণ। এবার সবার ভেতরেই চাপা উৎকণ্ঠা।

তদুপরি সাহিত্য পুরস্কার নিয়ে এই বছর যে ন্যক্কারজনক ঘটনা ঘটাল বাংলা একাডেমি, তার ফলে একাডেমির ওপর ভরসা এবং বিশ্বাস আরও কমে গেছে লেখক-প্রকাশকদের। সবমিলিয়ে আমার আশঙ্কা, পঁচিশের বইমেলা জমজমাট প্রাণের মেলা হয়ে উঠতে পারবে না। অবশ্য আমার আশঙ্কাগুলো মিথ্যা হলে সবচেয়ে বেশি আনন্দিত হব আমি নিজে।

আমার নিজের একটি নতুন বইমেলায় আসবে হয়তো। কিন্তু এখনও পাণ্ডুলিপি চূড়ান্ত হয়নি। তাই সেটি নিয়ে কথা বলা এখনই সমীচীন মনে করছি না।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close