প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৬:৫৩ পিএম (ভিজিট : ২৩২)
ঈদের ছবি ‘বরবাদ’। এই সিনেমা শুটিং শেষ করে দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মুম্বাইয়ে গত দুই সপ্তাহ ধরে এ ছবির শুটিং শেষ করে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঢাকায় ফিরেছেন এই অভিনেতা।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের সঙ্গে রয়েছেন ইধিকা পাল। একটি আইটেম গানে দেখা যাবে, কলকাতার নায়িকা নুসরাত জাহানকে। অ্যাকশন ভায়োলেন্স রোমান্টিক ধাঁচের ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাবে।
গেল ডিসেম্বরে শাকিবের ‘বরবাদ’ সিনেমার পোস্টার প্রকাশ পায়। সেখানে দেখা যায়, বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে বসে আছেন শাকিব। তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত!
সময়ের আলো/জেডআই