প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৬:৩১ পিএম (ভিজিট : ৯৮)
ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতি অভিযোগ থাকায় ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী ওরফে শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার স্ত্রী মোছা. মাহমুদা হোসেন লতা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার এস এম শিবলী নোমান ও তার স্ত্রী মেঘলা নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের পরিচালক মো. আব্দুল মাজেদ নিষেধাজ্ঞার এ আবেদন করেন।আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে।
গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ-সংশ্লিষ্টরা অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন৷ তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্য দুদকের পক্ষ থেকে ইমিগ্রেশন পুলিশের কাছে গত ২৭ জানুয়ারি আবেদনপত্র পাঠানো হয়েছে। তাদের বিদেশে গমন রহিত করা প্রয়োজন।
সময়ের আলো/জেডআই