ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

রাজশাহীতে ডিবির অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১০:৫৮ এএম  (ভিজিট : ৬২৮)

রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উল্লেখযোগ্য ২০০ গ্রাম পরিমাণ হেরোইন জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২.৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডাইংপাড়া মোড়ের হেলিপ্যাড মোড়ে অভিযান চালানো হয়।

অভিযানে মো. মেহেদী হাসান শাহীন (৪৫) পিতা-মৃত-সোহরাব আলী মাতা-মৃত-নূরশেদা বেগম, সাং-রামনগর মো. সাখাওয়াত হোসেন অসীম (২৮), পিতা-মৃত মুনকের আলী, মাতা-মৃত-সামনুর বেগম, সাং-শ্রীমন্তপুর নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উভয়ের বাড়ি গোদাগাড়ী পৌরসভা এলাকায়।

অভিযানের সময় তারা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের কর্মকর্তা জানান, অভিযুক্তরা সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close