প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১২:০১ এএম আপডেট: ৩০.০১.২০২৫ ১২:০৩ এএম (ভিজিট : ২২৩)
আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে জাতীয় কবিতা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হবে।
জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ‘স্বাধীনতা-সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগানে অনুষ্ঠিত হবে এবারের জাতীয় কবিতা উৎসব।
১ ফেব্রুয়ারি সকাল ১০টায় উৎসব উদ্বোধন করবেন বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং মূল আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান।
দু’দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি এবং দ্বিতীয় দিনে কবিতা বিষয়ক সেমিনার, স্বরচিত কবিতাপাঠ, কবিতার গান ও নৃত্যের আয়োজন থাকবে।
এই উৎসব আয়োজনের জন্য কবি মোহন রায়হানকে আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে রেজাউদ্দিন স্টালিন। কবি শাহীন রেজাকে যুগ্ম-আহ্বায়ক এবং কবি মানব সুরতকে উৎসব সমন্বয়ক করে একটি উৎসব পরিষদ এবং জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ কবিদের নেতৃত্বে ২৪টি উপপরিষদ গঠন করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও কবিদের এ উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। অন্যান্য বছরের মতো এ বছরেও জাতীয় কবিতা পরিষদ পুরস্কার দেওয়া করা হবে।