প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১:৩৩ এএম (ভিজিট : ১৪৮)

ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নদীতে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার সকালে কুয়াশা কমে এলে ফেরি চলাচল শুরু হয়। যদিও ঘাটে তেমন গাড়ি নেই।
ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা চাঁদপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে শুক্রবার সকাল সাড়ে ৮ টায় কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।