ই-পেপার বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫

তিন শিফটে বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষা আজ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১১:০৭ এএম  (ভিজিট : ১৫০)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোন শিফটে কত রোল নম্বর ধারীদের পরীক্ষা হবে, তা বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বুয়েট। প্রাক-নির্বাচনী প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত নেওয়া হবে। দ্বিতীয় শিফট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা নেওয়া হবে।

এবার প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থী হয়েছেন ২৪ হাজার ২০৫ শিক্ষার্থী। গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ বছর বুয়েটে দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে প্রাক-নির্বাচনী ও পরে মূল ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাক–নির্বাচনী পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।


সময়ের আলো/এএ/




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close