ই-পেপার বুধবার ২২ জানুয়ারি ২০২৫
বুধবার ২২ জানুয়ারি ২০২৫
ই-পেপার

বুধবার ২২ জানুয়ারি ২০২৫

কেয়া গ্রুপের আরও ২ কারখানা স্থায়ী বন্ধ ঘোষণা
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১০:৫৭ পিএম  (ভিজিট : ১২৪)
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় কেয়া গ্রুপের ৫টি কারখানা বন্ধের পর আগামী ২০ মে থেকে আরও দুইটি কারখানা স্থায়ী বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল ও অপর্যাপ্ততা, এবং ফ্যাক্টরি উৎপাদন কার্যক্রম অপ্রতুলতার কারণ দেখিয়ে কারখানা কর্তৃপক্ষ এ ঘোষণা দেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে কারখানার প্রধান ফটকে প্রতিষ্ঠানটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান (নিট কম্পোজিট ডিভিশন) স্বাক্ষরিত একটি নোটিশ সাঁটিয়ে দেন।

কারখানা স্থায়ী বন্ধ ঘোষণার খবরে বিভিন্ন সেকশনে কর্মরত প্রায় সাত শতাধিক শ্রবণ ও বাক প্রতিবন্ধী কারখানা খোলার দাবিতে প্রধান ফটকে বিক্ষোভ করে। পরে তারা সন্ধ্যা সাড়ে ৬টার সময় কেয়া গ্রুপের সামনে সাজু মার্কেটে একত্রিত হয়ে কারখানা খোলার দাবিতে গণস্বাক্ষর নেয়।

নোটিশে উল্লেখ করা হয়, কেয়া কসমেটিকস লিঃ (নিট কম্পোজিট ডিভিশন) ডাইং ও ইউটিলিটি বিভাগ (জরুন, কোনাবাড়ি, গাজীপুর) এর সকল শ্রমিক কর্মকর্তা-কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল ও অপর্যাপ্ততা এবং ফ্যাক্টরি উৎপাদন কার্যক্রম অপ্রতুলতার কারণে আগামী ২০ মে কারখানার সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো।

শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইনের বিধি অনুযায়ী সব পাওনা কারখানা বন্ধের ৩০ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করা হবে।

এর আগে গত ৩১ ডিসেম্বর একই কারণ দেখিয়ে কেয়া গ্রুপের নিট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং বিভাগ,স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড কারখানা ১লা মে স্থায়ী বন্ধ ঘোষণা করে।  

কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close