ই-পেপার সোমবার ২০ জানুয়ারি ২০২৫
সোমবার ২০ জানুয়ারি ২০২৫
ই-পেপার

সোমবার ২০ জানুয়ারি ২০২৫

অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৪:২৭ পিএম  (ভিজিট : ১৩৬)
অস্ত্র মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়া হাইকোর্ট ২০০৭ সালের জুলাই মাসে মামুনকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের রায়ও বাতিল করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) সাজার বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার মো. সাব্বির হামজা চৌধুরী।

২০০৭ সালের ২৬ মার্চ অস্ত্র আইনে গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় একই বছরের ২০০৭ সালের ৩ জুলাই ১০ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন বিচারিক আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন।

গত ৬ আগস্ট কারাগার থেকে মুক্তি পান মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আল মামুন। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close