প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৩:৫৬ পিএম (ভিজিট : ১৩৪)
হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
তিনি বলেন, মোস্তফা জালাল মহিউদ্দিনকে মোহাম্মদপুর এলাকা থেকে ডিবি গ্রেফতার করে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।