প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৬:৩৭ পিএম (ভিজিট : ১১২)
কাফনের কাপড় গায়ে জড়িয়ে চাকরি পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা (এসআই)।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল থেকে সচিবালয়ের সামনে অনশনে বসা এসআইরা মঙ্গলবারও (১৪ জানুয়ারি) অনশন কর্মসুচি পালন করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখার ঘোষনা দিয়েছেন তারা।
অনশনে থাকা ব্যক্তিরা জানান, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের কথা মন্ত্রণালয়ে জানানোর পরও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে অনশনে নেমেছেন তারা।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই নয়ন চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, তাদের সঙ্গের যারা সারদায় রয়েছেন বুধবার তারা পাসিং আউটে বের হবেন। আর তারা এখানে অনশন করছেন। এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। তারা দ্রুত চাকরি পুনর্বহাল চান।
কল্যাণ সরকার নামে আরেক জন বলেন, কী কারণে তাদের বাদ দেওয়া হয়েছে তারা বলতে পারছেন না। ১ বছর প্রশিক্ষণ নেওয়ার সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। হঠাৎ তাদের ডিসচার্জ লেটার ধরিয়ে দেওয়া হয়েছে। তার পুরো ব্যাকগ্রাউন্ডে কোনো রাজনৈতিক ছোঁয়া নেই।
উল্লেখ্য, রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ৩২১ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়। প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি পালন করে তারা। এর আগে ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
সময়ের আলো/জেডআই