ই-পেপার বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
ই-পেপার

বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

ভারতে পালাতে গিয়ে ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৬:৫৯ এএম  (ভিজিট : ২৯২)
ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিৎ পান্ডেকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকার নিউমার্কেট থানায় মামলা রয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে তারা বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ যৌথভাবে গ্রেফতার করে। সুস্মিতা ও তার ভাই মাগুরা জেলার সাতদোহা পাড়া এলাকার স্বপন পান্ডের সন্তান।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইব্রাহীম হোসেন জানান সুস্মিতা পান্ডে (পাসপোর্ট নং এ ০৮০৯৩৬১৬) ও তার ভাই সত্যজিৎ পান্ডে (পাসপোর্ট নং এ ০৮০৮৩৪৮৩) সকাল ৯টার সময় বেনাপোল ইমিগ্রেশনে আসে। ইমিগ্রেশন প্রবেশদ্বারে তাদের পাসপোর্ট বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ যাচাই-বাছাইকালে তাদের নামে ঢাকার নিউমার্কেট থানায় মামলা পাওয়া যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুস্মিতার নেতৃত্বে সাধারণ ছাত্রছাত্রী নির্যাতন হওয়ায় ঢাকা নিউমার্কেট থানায় মামলা হয়। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সুস্মিতার ভাই সত্যজিৎ জানান তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তাকে অনর্থক আটক করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, সুস্মিতা ঢাকা ইডেন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকার সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তার ও তার ভাই এর নামে মামলা হয়। 

সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না যাচাই-বাছাই চলছে। মঙ্গলবার তাদের যশোর আদালতে পাঠানো হবে।

সময়ের আলো/জেডআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close