প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১১:২৯ পিএম আপডেট: ১৩.০১.২০২৫ ১১:৫০ পিএম (ভিজিট : ৯৫)
রংপুরকে এবারের আসরে প্রথম হারের স্বাদ দেওয়ার সম্ভাবনা জাগানো খুলনা টাইগার্স হারল অদ্ভুতভাবে। রংপুরের ১৮৬ রানের জবাবে ৩ উইকেটে ১৬৫ রান থেকে ১৭৮ রানে থেমে গেল তারা। ১২ বলে ১৮ রানের সমীকরণ তখন ৬ বলে ১২ রানের। টি-টোয়েন্টি ম্যাচে সেটাও কঠিন কিছু নয়। কিন্তু কঠিন হলো তীরে এসে তরি ডোবানো খুলনার জন্য। ঢাকায় দুই ম্যাচ জিতে আসা খুলনা সিলেট থেকে চট্টগ্রামে যাচ্ছে টানা তিন ম্যাচ হেরে। অন্যদিকে সিলেট পর্বের শেষ ম্যাচেও জিতে সাত ম্যাচে এখনো অপরাজিত শীর্ষে থাকা রংপুর।
সোমবার (১৩ জানুয়ারি) সিলেট পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি এবারের আসরের ‘অপরাজিত’ রংপুরের। দলীয় ১৯ রানে ওপেনার স্টিভেন টেলরের উইকেট হারিয়ে পাওয়ারপ্লে থেকে কেবল ৩৯ রান সংগ্রহ করতে পারে উড়তে থাকা রংপুর।
খুলনার স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লের পরেও রানের গতি খুব একটা বাড়াতে পারছিল না রংপুর। ৩০ বলে ৩৬ রান করে একাদশ ওভারে আউট হন তৌফিক খান। তবে চতুর্থ উইকেটে ব্যাটিংয়ে নেমে দলের হাল ধরেন খুশদিল শাহ। নাসুম আহমেদের এক ওভারেই চার ছক্কা মেরে ২৬ রান নেন তিনি।
নাসুমের ওই ওভারের পরই মূলত খেলায় নিয়ন্ত্রণ নেয় রংপুর। শেষ পর্যন্ত টিকে থেকে ৩৫ বলে ৭৩ রান করেন খুশদিল। বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ ছক্কার পাশাপাশি মারেন ৪টি চার। শেষ ওভারে আউট হলেও তেমন রান করতে পারেননি ইফতিখার। ৩৬ বলে করেছেন মোটে ৪৩ রান। তবে বড় সংগ্রহ পেয়ে গিয়েছে রংপুর। ৫ উইকেটে ১৮৬ রানে থামে দলটির ইনিংস।
১৮৭ রানের লক্ষ্যে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিল খুলনা। শুরুতে ওপেনার দারবিশ রাসুলি বিদায়ের পর দ্বিতীয় উইকেটে নাঈম শেখের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন মেহেদী আসান মিরাজ। অধিনায়ক মিরাজ ২৪ বলে ৩৯ করে শেষ পর্যন্ত আউট হন মোহাম্মদ সাইফুদ্দিনের বলে।
নাঈম টিকে রান বাড়াচ্ছিলেন, দলের সমীকরণ সহজ হচ্ছিলো তার ব্যাটে। তবে এই বাঁহাতি ফিফটি পেরিয়ে থমকে যায় তার ব্যাট। শেখ মেহেদীর সোজা বলে বোলারের হাতেই তুলে দেন ক্যাচ। ৪১ বলে ৭ চার, ২ ছক্কায় ফেরেন ৫৮ রান করে। এরপর আফিফ দলকে রেখেছিলেন জেতার পথে, কিন্তু শেষ দিকে সমীকরণ আচমকা ধসে মেলাতে পারেনি তারা। শেষ ৩ ওভারে খুলনার হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়েছে রংপুর রাইডার্স।
সময়ের আলো/আরআই