ই-পেপার মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫
মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ৪ রাউন্ড ফাঁকা গুলি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১০:০২ পিএম  (ভিজিট : ১৩২)
সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে বিএসএফ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় সীমান্তবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১৩ জানুয়ারি) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা ভারতের অভ্যন্তরের ঘটনা। এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এগুলো মূলত সাউন্ডগানের গুলি। তবে সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানসহ আরও অনেকে জানান, ফজরের নামাজের সময় সীমান্তের ওপারে কয়েক রাউন্ড গুলির শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। বেলা বাড়ার সাথে সাথে সীমান্ত এলাকা স্বাভাবিক হয়ে যায়। আজ (সোমবার) বিকেলে এ রিপোর্ট লেখার সময় সীমান্ত এলাকা শান্ত রয়েছে বলে এলাকাবাসী জানান।

এর আগে গত শনিবার (১১ জানুয়ারি) ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি নিজেদের জমিতে গত শনিবার সকালে চাষাবাদ করতে গেলে বাধা দেয় বিএসএফ। এ নিয়ে রোববার ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ২০ জানুয়ারি উভয়দেশের সার্ভে বিভাগ জমিটির সীমানা নির্ধারণ করবে এবং পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আরআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close