প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৯:৫৭ পিএম (ভিজিট : ১৪২)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বিশেষ এ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম। এছাড়াও এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায়, নবীনগর হতে কাউতলী, নবীনগর হতে বিশনন্দী ফেরিঘাট, নবীনগর হতে কোম্পানীগঞ্জ সিএনজি ভাড়া নির্ধারণ। নবীনগর হতে কাউতলী বেসরকারি বাস সার্ভিস চালুকরণ। নদী ভাঙন প্রবণ এলাকাসমূহ, চিত্রী, চরলাপাং, দড়ি লাপাং, কেদারখোলা, ধরাভাঙ্গাসহ ভাঙনকবলিত এলাকা সমূহ নদী ভাঙন থেকে রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে অবহিত করণ। নবীনগর সরকারি কলেজে অর্নাস পরীক্ষার সেন্টার চালুকরণ ও নীচু জমি মাটি দ্বারা ভরাট করণ। মহর্ষি মনোমোহন দত্তের আশ্রমে অতিথি ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য অবহিত করণ। নবীনগর পৌর শহরের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের বিষয়ে অবহিত করা হয়। এছাড়া উল্লেখযোগ্য অর্জন সমূহ পৌরসভার অভ্যন্তরের যানজট নিরসন, সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নির্ধারণে গণশুনানী ও বেসরকারি বাস চলাচল শুরু করণে উদ্যোগ গ্রহণ, তিতাস নদী দুষণমুক্তকরণ বিষয়ে অবহিত করা হয়েছে।
এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম স্বল্প সময়ের মধ্যে সমস্যাগুলি সমাধান করার জন্য আশ্বাস প্রদান করেন।
সময়ের আলো/আরআই