প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৪:২৮ পিএম (ভিজিট : ৩৬২)
সীমান্ত পরিস্থিতি নিয়ে এবার দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দফতরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশি কূটনীতিককে তলব করেছে ভারত।
সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানাতে ভারতীয় হাইকমিশনারকে তলব করে।