ই-পেপার রবিবার ১৬ মার্চ ২০২৫
রবিবার ১৬ মার্চ ২০২৫
ই-পেপার

রবিবার ১৬ মার্চ ২০২৫

এলএনজি টার্মিনাল মেরামত
গ্যাসের চাপ কম থাকবে ৩ দিন
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৫:৫৫ পিএম  (ভিজিট : ২০৬)

দেশে শুক্রবার থেকে ৩ দিন গ্যাসের চাপ কম থাকবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমদানি করা গ্যাসের সরবরাহ কমে যাবে বলে শুক্রবার দুপুর থেকে ৩ দিন সারাদেশে গ্যাসের ‘স্বল্প চাপ’ বিরাজ করতে পারে।

আগামী ১০ জানুয়ারি শুক্রবার দুপুর ১২টা থেকে ১৩ জানুয়ারি সোমবার দুপুর ১২টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময়কালে অপর এফএসআরইউ দিয়ে দৈনিক প্রায় ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

বঙ্গোপসাগরে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে ৯০০ থেকে ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হয়ে থাকে। দুটি এলএনজি টার্মিনালের সক্ষমতা ১১০০ মিলিয়ন ঘনফুট। 

বুধবারও এলএনজি থেকে ৭৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছিল।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close