ই-পেপার বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫

অনলাইন সার্ভার বন্ধ, মতলব উত্তরে ভূমি অফিসে ভোগান্তি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৬:৪৭ পিএম আপডেট: ০৭.০১.২০২৫ ৬:৪৮ পিএম  (ভিজিট : ৩৭৪)
চাঁদপুরের মতলব উত্তরে ভূমিসেবা সার্ভার সমস্যার কারণে এক মাসেরও বেশি সময় ধরে জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) আদায় বন্ধ রয়েছে। ফলে একই সাথে বন্ধ রয়েছে জমির নামজারি ও পর্চার সেবা। নামজারি ও খাজনা বন্ধ থাকায় এলাকায় জমি রেজিস্ট্রিও করতে পারছেন না। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। খাজনা প্রদান ও নামজারি না হওয়ায় সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হচ্ছে না বললেই চলে। এতে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এদিকে জমি কেনাবেচা না করতে পেরে এ উপজেলার লোকজন নানাবিধ সংকটে পড়েছে। তবে খুব দ্রুত কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে উপজেলা ভূমি অফিস।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর থেকে অনলাইনে ভূমিসেবা সার্ভারটি বন্ধ রয়েছে। ফলে জমির নামজারি, খাজনা আদায় ও অনলাইনে জমির পর্চার সেবা বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা লোকজন। তবে কবে নাগাদ কাটবে এই ভোগান্তি সেটিও কেউ বলতে পারছেন না। 

তালতলী গ্রামের নান্নু মিয়া সরদার বলেন, সার্ভারের সমস্যার কারণে প্রায় দেড় মাস ধরে জমির খাজনা দিতে পারছি না। খাজনা দিতে না পারায় জমি রেজিস্ট্রি করাও সম্ভব হচ্ছে না। খুবই সমস্যায় আছি।

উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক শাহ আলম বলেন, হালনাগাদ খাজনার রশিদ ছাড়া দলিল রেজিস্ট্রি না হওয়ার কারণে জমির রেজিস্ট্রি অনেক কমে গেছে। আগে প্রতি সপ্তাহে যেখানে ৩০-৪০টি দলিল রেজিস্ট্রি হতো। এখন সপ্তাহে সর্বোচ্চ ১০-১৫টি দলিল রেজিস্ট্রি হচ্ছে।

উপজেলা সাব-রেজিস্ট্রার মাহবুবের রহমান ওয়াজেদ বলেন, অন্যান্য মাসের তুলনায় ডিসেম্বর মাসে দলিল রেজিস্ট্রি তুলনামূলক বেশি হয়। কিন্তু লোকজন জমির খাজনা দিতে না পারায় দলিল রেজিস্ট্রার পরিমাণ কমেছে। কারণ, দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে জমির হালনাগাদ খাজনার রশিদের বাধ্যবাধকতা রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ভূমিসেবা সার্ভারে সাময়িক সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close