ই-পেপার বুধবার ৮ জানুয়ারি ২০২৫
বুধবার ৮ জানুয়ারি ২০২৫
ই-পেপার

বুধবার ৮ জানুয়ারি ২০২৫

৫০ কোটি টাকা আত্মসাৎ, ২০ মামলার ওয়ারেন্ট আসামি গ্রেফতার
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৮:২০ পিএম আপডেট: ০৬.০১.২০২৫ ৮:৩০ পিএম  (ভিজিট : ২১৯)
নরসিংদীতে গ্রাহকদের প্রায় ৫০ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে রহমত উল্লাহ (৪৬) নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ সুপার আব্দুল হান্নান।  

এর আগে, রোববার (৫ জানুয়ারি) গাজীপুরের পূবাইল থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। 

গ্রেফতার রহমত উল্লাহ (৪৬) নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেমের ছেলে ও পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানায়, অভিযুক্ত রহমত উল্লাহ গত ৪ বছর ধরে নরসিংদীর শিবপুর এবং পার্শ্ববর্তী এলাকায় তুলনামূলক কম দামে রড, সিমেন্ট এবং ইট দেয়ার কথা বলে ৬০ থেকে ৭০ জনের কাছ থেকে টাকা নিতে থাকে। এসবের দাম বাড়লেও পরবর্তীতে বাড়তি টাকা নেয়া হবে না আশ্বাস দিয়ে অন্তত ৫০ কোটি টাকা জমা করে ১ বছর আগে পালিয়ে যায়। এরপর, নরসিংদীর শিবপুরসহ জেলার বিভিন্ন থানায় গত ৩ বছরে ২ ডজনের বেশি মামলা হয় এবং অর্থ আত্মসাৎ সংক্রান্ত ২০টি মামলায় ওয়ারেন্ট বের হয় রহমত উল্লাহ বিরুদ্ধে। এবিষয়ে পুলিশ কাজ শুরু করলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গতকাল (রোববার) রাতে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। 

এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করলে পরবর্তীতে তা জানা যাবে উল্লেখ করে যেকোনো প্রকার লেনদেনের ক্ষেত্রে জনগণকে সচেতন হবার আহ্বান জানান পুলিশ সুপার।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close